

২০০০ সালে মুক্তি প্রাপ্ত সুপারহিট ছবি ‘হামারা দিল আপকে পাশ হে’ ছবিতে জুটি বেঁধেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় ও অনিল কাপুর। এতে দুইজনকে দেখা যায় ঘনিষ্ঠ দৃশ্যে। তবে অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিবোধ করেছিলেন ঐশ্বরিয়া।
ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য লাইট ক্যামেরা প্রস্তুত। বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বরিয়া। পরিচালক অ্যাকশন শব্দেই অনিল অভিনেত্রীকে কাছে টেনে নেন এবং চুম্বনের দৃশ্যে এগোন। তখনই হঠাৎ চিৎকার করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে মেকআপ রুমে চলে যান।
২০০০ সালে তখনও বলিউড নতুন মুখ ঐশ্বরিয়া। তখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে ‘তাল’ সিনেমায় অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে ৯০ দশকে তারকা হিসেবে বলিউডে পরিচিত হয়ে ওঠেন অনিল কাপুর।
অভিনেতার নতুন ছবি ‘হামারা দিল আপকে পাশ হে’ পরিচালক সতীশ কৌশিক অনিলের আসন্ন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। সেই সময়ই ঐশ্বরিয়ার কথা সতীশকে বলেন অনিল। প্রথমে নাকি ঐশ্বর্যকে নিতে রাজি ছিলেন না এ নির্মাতা। পরে অনিলের কথায়, ছবিটি সই করান।