Thursday, August 14, 2025
HomeScrollingকুড়িগ্রাম জেলায় পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার 

কুড়িগ্রাম জেলায় পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেফতার 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় ১৩ আগস্ট বুধবার দুপুর পর্যন্ত পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে প্রায় ২ হাজার পরীক্ষার্থী।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,পরীক্ষা কার্যক্রম  চলাকালীন সময়ে কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেটের বাইরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ দেবার কথা বলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে একটি দালাল চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদের কুড়িগ্রামের ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র সহ দালাল চক্রের ৩ জন এবং মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন,জাল  কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করায় আরও ২ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন,কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালার চর এলাকার নুরনবী ইসলাম (১৮), বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার হজরত আলী (৪৮) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার সোলায়মান মিয়া (৫০)। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া এলাকার নাহিদ মিয়া (১৯) ও নিয়োগ সংক্রান্ত জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে কৃতকার্য হওয়ার চেষ্টা করায় ফুলবাড়ী উপজেলার আতিয়াবাড়ি এলাকার রাকিবুল হাসান রাকিব (১৯) কে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি বজলার রহমান বলেন, নিয়োগ সংক্রান্তে অসৎ উপায় অবলম্বন করায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি।

কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম পরিচালনা হচ্ছে। এবার নিয়োগেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments