Saturday, August 2, 2025
HomeScrolling‎মাদারীপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠিত

‎মাদারীপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠিত

‎মাদারীপুর প্রতিনিধি।।

‎সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক অনুষ্ঠান মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেয় সকল জেলা ও উপজেলা। তারই অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের
‎সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক অনুষ্ঠানে  ভার্চুয়াল শপথ বাক্য পাঠ করা হয়। জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করাসহ তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎পরে এক আলোচনা সভায় মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার
‎সভাপতিত্বে ও মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসাইন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতেমা আজরীন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার
‎ভাস্কর সাহা, মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাইনুদ্দিন সরকার, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন আফরোজ, মাদারীপুর ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ খলিলুজ্জামান হিমু,
‎মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,শহিদুল ইসলাম মুন্সী প্রমুখ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই মাস জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক মাস। শহীদদের  আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সবাই “সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ থাকার” শপথ গ্রহণ করেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments