Saturday, August 2, 2025
HomeScrollingমাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে থেকে ১টি পিস্তল, একটি ইয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। এবং তাদেকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments