আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও হেলথ কেয়ার হাসপাতাল এর সহযোগিতায়, তারুন্য পরিবারের আয়োজনে, শুক্রবার (১নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষে শহীদ কানন চত্বর লেকপাড় মাদারীপুর বিকালে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তারুন্য পরিবারের উপদেষ্টা, ও সংগঠনের সদস্যরা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মাদারীপুর সরকারি কলেজ শাখা, রাহাত তালুকদার সোহান ও মেহেদী হাসান আকাশসহ সকলকে কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনে সকলেই। আজকের আয়োজনটি পরিচালনা করেন তারুন্য পরিবারের একটিভ সদস্য শামীমা নাসরিন ইতি। ইতির পরিচালনায় সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও আজকের প্রোগ্রামে তারুন্য পরিবারের অনেক বেশি সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন, সে জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছে তারুন্য পরিবার সংগঠন।
Recent Comments
Hello world!
on