Tuesday, July 1, 2025
HomeScrollingমাদারীপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মাদারীপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি।।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভাসহ দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে একই স্থানে শেষ করে সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুসরাত আজমিরী হক, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুরসালিন, মাদারীপুর দুযোর্গ ব্যবস্থপনা অধিদপ্তরের জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মো. লিয়াকত হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments