জামালপুর শহরের বিজয় চত্বর পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে অবস্থিত সুমি ফ্যাশন হাউজ শোরুমের উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার রাতে ফিতা কেটে ও কেক কাটার মধ্যদিয়ে এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোমের নেতৃত্বে একঝাঁক উদ্যোক্তা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই শোরুমটির উদ্বোধন করেন।
সুমি ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী জাকিয়া জান্নাত সুমি জানান, জামালপুর উদ্যোক্তা ফোরামের উদ্যোক্তারা আমার সুমি ফ্যাশন হাউজ শোরুমের উদ্বোধন করেছেন। এখানে যাবতীয় থ্রি পিস, টু-পিস, টপস, ওয়ান-পিস, রেডিমেট থ্রি-পিস, শাড়ীসহ সকল ধরনের মেয়েদের পোশাক থাকছে। এছাড়া Sume’s Fashion House ফেসবুকের পেইজের মাধ্যমে ক্রেতারা অনলাইনে অর্ডার করতে পারবেন।
তিনি আরও জানান, উদ্বোধনের দিন থেকে থাকছে উদ্যোক্তাদের জন্য বিশাল ডিসকাউন্ট। তিনি সবাইকে একবার এসে সুমি ফ্যাশন হাইজ শোরুমে ঘুরে দেখার আহবান জানান।