Monday, December 9, 2024
HomeScrollingকেন্দ্রীয় যুবদলের কমিটি গঠন জামালপুরে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের কমিটি গঠন জামালপুরে যুবদলের আনন্দ মিছিল

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে তারা এ আনন্দ মিছিল বের করে। মিছিলটি গেটপার এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে ও শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

আনন্দ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, আনিসুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments