
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কোন বিকল্প নাই। গতকাল মাদারীপুর সদর উপজেলা আনসার বাহিনীদের জন্য নতুন আনসার ক্যাম্পের ভবন উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিনসহ আনসার সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
