মাদারীপুরে দেশীয় মদসহ আব্দুর রহিম হাওলাদার (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার বিকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিবচর পৌর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাচিকাটা গ্রামের ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শিবচর থানা এলাকায় মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই শরীফ আব্দুর রশীদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া শিবচর পৌর মার্কেটের সামনে থেকে আসামি আব্দুর রহিম হাওলাদারকে ৮ বোতল কেরু এন্ড কোম্পানি, দর্শনা, বাংলাদেশ এর তৈরি ইম্পেরিয়াল হুইস্কি যাহার প্রত্যেকটি বোতলে ৭৫০ মিলি দেশীয় তৈরি মদসহ গ্রেফতার করা হয়। শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছি। এ বিষয় শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
LN24BD