
মাহমুদুল হাসান মুক্তা:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুর শহরের দেওয়ানপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দেওয়ানপাড়া পৌর ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আপোষহীন এক নেত্রী। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে তিনি চরম ত্যাগ স্বীকার করেছেন, তবুও অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। এসময় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, শহর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক আলহাজ্ব মো. আরজু আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
