
রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি থেকে:
বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (ESM) বিভাগের শিক্ষার্থী দিয়া মাহমুদ ইউরোপীয় ভূ-বিজ্ঞান ইউনিয়নে (European Geoscience Union)এর আমন্ত্রণে অস্ট্রিয়ার ভিয়েনায় অংশ নিতে আসেন।
তিনি গত ২০২৪ সালের ১৪ থেকে ১৯ এপ্রিলে
“AS5.10 Emerging techniques for diverse air quality applications in data scarce low-and-middle-income countries” অধিবেশনে প্রথম লেখক হিসেবে তার গবেষণা উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম ছিলো- “দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত বায়ু মানের চ্যালেঞ্জঃ বাংলাদেশ এবং তার বাইরে জলবায়ু সংক্রান্ত সঞ্চালনের ধরণ এবং প্রভাব” এর একটি বিস্তৃত বিশ্লেষণ। তার গবেষণার পুরস্কার স্বরূপ তাকে Travel award প্রদান করে European Geoscience Union.
দিয়া মাহমুদ কে আমন্ত্রণ পত্র সহ অংশ নিতে যাবতিয় খরচ পুরস্কার হিসেবে প্রদান করা হয় ইউনিয়নের পক্ষ থেকে।
বাংলাদেশের এই মেধাবী শিক্ষার্থী দিয়া মাহমুদ কে ইতালি ভ্রমণ কালে সম্মাননা প্রদান করা হয় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে।এসময়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের লোগো সম্বলিত কোডপিন উপহার প্রদান করেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছার এবং সাধারণ সম্পাদক সংবাদিক আব্দুল বাছিত দলই, প্রচার সম্পাদক রতন হক সহ অন্যরা।এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিঠু সহ আরো অনেকে।মিলান বাংলা প্রেসক্লাব ইতালি প্রবাস থেকে সবসময় বহির্বিশ্বে বাংলাদেশের মান সমুন্নত রাখতে ও বাংলাদেশের শিক্ষার্থীদের আরো দক্ষ ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে সততা,সখ্যতা, নিরপেক্ষতার বারোতা নিয়ে এবং সত্য ও সুন্দর আগামীর প্রত্যয়ে পথচলছে প্রায় দের যুগ ধরে।
দিয়া মাহমুদ এখন বিইউপি তে মাস্টার্স করছেন। পড়াশোনা শেষ করে বিদেশে পাড়ি জমানো নয়, বরং দেশের উন্নয়নে কাজ করার স্বপ্ন তার।বাংলাদেশের সকল শিক্ষার্থীরা দিয়া মাহমুদের মতোই এগিয়ে যাবে, আর বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরবে নতুন মাত্রার গবেষণা নিয়ে এই প্রত্যাশা সবার।
