
মোঃ আরিফুল ইসলাম:
বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুরে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে নেতা–কর্মী ও স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
বৈঠকের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে
