
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।।
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-অষ্টমীতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জ ও দোয়ারাবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর) বিকালে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি। এসম উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) মো. আব্দুল কাদির, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জাহিদুল হক, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা।
