Thursday, August 14, 2025
HomeScrollingসংসদ নির্বাচন উপলক্ষে সাজাইল ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

সংসদ নির্বাচন উপলক্ষে সাজাইল ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাজাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আজ(১২আগষ্ট) মঙ্গলবার বিকাল ৪ টার সময় সাজাইল বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাজাইল ইউনিয়ন বিএনপি সদস্য সচিব কাইয়ুম শেখের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাজাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম।

এ সময় আর ও উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক হিরু মৃধা, সিনিয়র সহসভাপতি মুন্সী আজিজুল হক নান্নু, জায়েদার রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ
টিটু, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্র দলের সভাপতি
আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিমন, কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিকদার ইমরান, ফখরুল ইসলামসহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতক্ষ ভোটের মধ্য দিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন কল্পে সাধারণ ভোটারের দরজায়- দরজায় পৌঁছে যেতে হবে। আশা রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার আপনার প্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিমকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই। নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে শুধু মাত্র সেলিমুজ্জামান সেলিমকে নির্বাচিত করতে আপনাদের সাথে নিয়ে যা- যা করা লাগে তা করবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments