Saturday, August 2, 2025
HomeScrollingনাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

বুধবার(২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

নাটোর বনপাড়া হাইওয়ে ওসি ইসমাঈল হোসেন নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments