মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর দূর্গা পূজা উপলক্ষে মাদারীপুরে সদর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান। এসময় তিনি প্রতিটি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সঠিকভাবে পূজা উদযাপন করা সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ মাদারীপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনী ও আনসার সদস্যগন।
তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান বলেন, আমি জেলার মন্দিরগুলো খোঁজ খবর নিচ্ছি এবং প্রতিটি পূজা মন্ডপে ঘুরে দেখার চেস্টা করছি কোন মন্দিরে কোন প্রকার সমস্যা মনে করছে কিন। যতটুকু খোঁজ খবচর নিলাম তাতে এখন পযন্ত কোথাও কোন সমস্যা নেই। আসা করি কোন সমস্যা হবে না।