Saturday, July 12, 2025
HomeScrollingধেয়ে আসছে টাইফুন ‘ইন-ফা’

ধেয়ে আসছে টাইফুন ‘ইন-ফা’

অনলাইন ডেস্ক।।

টাইফুন ইন-ফা ধেয়ে আসতেই চীনের পূর্ব উপকূলজুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি মধ্যে এবার টাইফুন আঘাত হানতে যাচ্ছে।

পূর্ব চীনে রবিবার টাইফুন ইন-ফা’র প্রভাবে প্রবল বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাত চলছে। ইন-ফা বিকেলে অথবা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ বন্দরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে।

চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে রবিবার সকালে টাইফুনের প্রভাব পড়েছে। নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।

নির্ধারিত কয়েক ডজন ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংহাই এবং সাংহাই ডিজনিল্যান্ডসহ অন্যান্য শহরে জনসাধারণের জন্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজনকে বাইরের কাজকর্ম এড়াতে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে মৌসুমি বায়ুর প্রভাবে মাত্র তিন দিনে এক বছরের বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments