Friday, July 4, 2025
HomeScrollingমালয়েশিয়ায় কঠোর লকডাউন জারি

মালয়েশিয়ায় কঠোর লকডাউন জারি

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ায় মঙ্গলবার দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

দেশজুড়ে কঠোর লকডাউনে কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া দেশের অধিকাংশ স্থানে ভ্রমণ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

গত বছর দেশটিতে প্রথম দফার সংক্রমণকালে অনেক এলাকাতেই করোনা ছড়াতে পারেনি। দ্রুত সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছিল।

কিন্তু এ বছর সংক্রমণের নতুন ধরন এবং করোনার টিকা দেওয়ার ধীর গতি ও বিধিনিষেধ মানায় জনগণের অনাগ্রহের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল মে মাসেই ৪০ শতাংশেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন দেওয়া হলেও টিকা দেওয়ার গতি এখনো খুব ধীর। মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬ শতাংশেরও কম লোক এখন পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ পেয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments