মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দখল হওয়া খাল পুনঃউদ্ধারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার বিকেলে সদর উপজেলার মধ্য পেয়ারপুর বাজারে এই কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শিশু-কিশোরসহ সব বয়সের শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, লিলির বাড়ি থেকে তফেল সরদারের বাড়ি পর্যন্ত সোয়া দুই কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মধ্যপেয়ারপুর খাল। এটি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলার কারনে বেদখল হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। এতে কৃষিকাজে পানি সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার শত শত কৃষক। এছাড়া খালটি অস্তিত্ব সংকটে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তাই, দ্রুত খাল উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.