মালয়েশিয়ায় একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হয়েছেন দুই বাংলাদেশি কর্মী। রবিবার কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, বান্দার ক্যাসিয়া এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার আজমি তাহার জানিয়েছেন, ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়েছে। গুঁড়িয়ে গেছে ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লেগেছে।
আজমি তাহার বেরনামাকে বলেছেন, ‘আমরা বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পাই। এসে দেখি দুজনই ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন। পরে দুজনকে বের করা হয়।’
আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় সেবেরাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ দাবি করছে, ওই দুই বাংলাদেশি কর্মী ওয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। শেষ দিকে এসে সেটি ধসে পড়ে।
পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.