মাগুরায় সর্বদলীয় নেতারা এক মঞ্চে বসে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নকশা চূড়ান্ত করলেন।
সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা শহরের ভায়না মোড়ে বিজয় স্তম্ভের নকশা সর্বদলীয় নেতারা সুধীজনের উপস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে নকশা চূড়ান্ত করা হয়। ৪ টি নকশার মধ্যে প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদের বিজয় স্তম্ভের ডিজাইনটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়।
সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুনশি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমীর চক্রবতী, জেলা জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি ফতেহ আলী টিপু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আইটি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.