কলকাতার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে খুলনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. মাহাবুবর রহমান।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বৃহস্পতিবার তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার যুবক খুলনা শহরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ৬/১ বকশিপাড়া রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন।
ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সরকারের কাছে উত্ত্যক্তকারীর বিচার চেয়েছিলেন শ্রাবন্তী। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ১৬ নভেম্বর খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের হয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত মাহাবুবর শ্রাবন্তীকে বিভিন্ন সময়ে ফোন করতেন। ফোনে সাড়া না পেয়ে আপত্তিকর মেসেজ দিতেন। একপর্যায়ে প্রতিকার চেয়ে শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়।
ওই যুবক কীভাবে শ্রাবন্তীর নম্বর পেয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.