ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা মহসীন তালুকদারকে গ্রেপ্তার করে।
র্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার মধ্যরাতে দা হাতে নিয়ে ২১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিও প্রচার করেন মহসীন তালুকদার নামের এক যুবক। ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেন, কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে সাকিব মুসলমানের কলিজায় আঘাত করেছেন। তাই সাকিবকে পেলে কুপিয়ে টুকরো করে হত্যা করবেন। সাকিবকে অকথ্য গালিগালাজও করতে শোনা যায়।
ভিডিওটি ভাইরাল হলে এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিন তালুকদারের নামে একটি মামলাও হয়।
গত বৃহস্পতিবার ভারত সফরে গিয়ে শুক্রবার দেশে ফেরেন সাকিব আল হাসান।
এরপর কলকাতায় কালিপূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক চলছে।
হত্যার হুমকি সম্বলিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.