হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব করা হয়েছে নূর হোসাইন কাসেমীকে।
কাউন্সিল চলাকালে রবিবার বেলা আড়াইটার দিকে ১৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহমুদুল হক।
জুনায়েদ বাবুনগরী আগের কমিটির মহাসচিব আর নূর হোসাইন কাসেমী নায়েবে আমির ছিলেন।
এর আগে সকাল ১০টা থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু। এই মাদ্রাসা সংগঠনটির সদর দপ্তর হিসেবে পরিচিত।
তবে এই কাউন্সিল ঘিরে হেফাজতের দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল। প্রয়াত আমির শাহ আহমদ শফীপন্থি নেতারা এ কাউন্সিলকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন।
হেফাজতের সাবেক প্রচার সম্পাদক শফীপুত্র আনাস মাদানীসহ আগের কমিটির শফীপন্থি বেশ কয়েকজন নেতা এই কাউন্সিলে অংশ নেননি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.