রাজধানী সংলগ্ন আমিন বাজারে শুরু হয়েছে একক নাটক ‘গেম অব লাইফ’-এর শুটিং। এতে জুটি হয়েছেন আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন।
শফিকুর রহমান শান্তনু রচনায় নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা।
বুধবার ‘গেম অব লাইফ’-এর শুটিং শুরু হয়েছে। আরও কয়েক দিন ঢাকা ও আশপাশের লোকেশনে হবে দৃশ্য ধারণ।
নাটকটির গল্প এমন— আবির ও শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। যে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই।
আংটি নিয়ে স্বামীর মধ্যে জাগে সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিকের কীর্তি।
অপর দিকে অন্ধ তরুণ নীরব থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না।
অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিকাকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়।
‘গেম অব লাইফ’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি নির্মিত হচ্ছে। শিগগিরই আসবে প্রচারের ঘোষণা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.