শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা সংবাদদাতা।।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কুমিল্লায় জেলা প্রশাসনের পাশাপাশি সর্তকতামূলক বার্তা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সামাজিক দূরত্ব সৃষ্টিতে কুমিল্লা জেলা সদর ও ১৭ টি উপজেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বিনা প্রয়োজনে রাস্তায় ঘুরাঘুরির কারনে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার, টমছমব্রীজ এলাকায় ২ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল ও কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,
মাহমুদুল হাসান রাসেল বলেন,জনগন কিছুই মানতেছেনা,চকবাজার, টমছম ব্রীজ এলাকায় দুইজনকে জরিমানা আদায় করা হয়েছে।
কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীর কমান্ডিং অফিসার, লে. কর্ণেল মাহাবুব আলম বলেন,আমরা প্রাথমিকভাবে মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি,আমরা আরো কঠোর হবো।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.