শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা ঃ বগুড়ার শিবগঞ্জে হলুদ, মরিচ ভাঙ্গানো মিলে উপজেলা নির্বাহী অফিসেরর অভিযান, ভ্রাম্যমান আদালতে ২ জনের ৬ মাসের কারাদন্ড প্রদান।
জানা যায়, উপজেলার শহরতলী বাজারে হলুদ, মরিচ ভাঙ্গানো মিলে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত হলুদ, মরিচ এর সঙ্গে গোখাদ্য ব্যান্ড চালের গুড়া ও রং মিশ্রন করে তা বাজার যাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর বুধবার সকালে শহরতলী বাজারে অভিযান চালায়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মিল মালিক আকন্দপাড়া গ্রামের মোজাম্মেল এর ছেলে শুকুর আলী পালিয়ে যায়। এসময় মিলের কর্মচারী সহ ২ জন কে আটক করা হয়। আটকৃতরা হলো আকন্দপাড়া গ্রামের রবে প্রামানিকের ছেলে পুটু মিয়া (৪৫) ও গণেশপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মামুন (২৮)। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটকৃতদের ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.