এ বছর স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাসাইনমেন্ট এবং ৩০ কর্মদিবসের সিলেবাসের মাধ্যমে মূল্যায়ন হবে শিক্ষার্থীদের।
বুধবার দুপুর ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এনসিটিবি ৩০ কর্মদিবসের একটি সিলেবাস তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবেন এবং উত্তর সংগ্রহ করে তা দেখবেন।
‘উত্তর সংগ্রহ করে তার ভিত্তিতে মূল্যায়ন করবেন কর্তৃপক্ষ। মূল্যায়নে যে সব চিত্র পাওয়া যাবে, পরবর্তী বছরে সে বিষয়ে জোর দেবেন কর্তৃপক্ষ’ যোগ করেন শিক্ষামন্ত্রী।
করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনার কারণে এ বছর উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা না নিয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল গড় করে মূল্যায়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা দেওয়া হবে।
এর আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.