
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রামন রোধে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রায় ৫’শতাধীক লোকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজার ও গোপালপুর হাটসহ বেশ কয়েকটি স্থানে এ মাস্ক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ জাফরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির, ভোরের দর্পন পত্রিকার সাংবাদিক ম.ম. হানুন অর রশিদ, প্রেসক্লাবের অন্যতম সদস্য ও প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ ও স্বজল প্রমুখ।
