মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে জেলা মৎস বিভাগ। এসময় ২ লাখ ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ। মঙ্গলবার(২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস অফিস সূত্রে জানা গেছে,ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শিবচরের পদ্মানদীতে অভিযান চালায় জেলা ও উপজেলা মৎস বিভাগ। এ সময় ইলিশ শিকারে নিয়োজিত থাকায় ২৫ জন জেলেকে পদ্মানদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। নদী থেকে জব্দ করা হয় বিপুল পরিমান জাল। অভিযানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামানসহ মৎস বিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন,'মঙ্গলবার রাতে আমাদের অভিযানে ২৫ জন জেলে আটক হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.