পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।
রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র রবিবার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মুরাদ রেজা।
অন্যদিকে, ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয়ে পাঠিয়েছেন মোমতাজ উদ্দিন ফকির।
রবিবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ দিনই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা আসলো।
মোমতাজ উদ্দিন ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। কিছুদিন ধরেই এই প্রস্তুতি নিয়েছিলাম। এখানে অন্য কোনো বিষয় নেই।’
তবে সদ্য পদত্যাগকারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার এই পদটি শূন্য হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.