কুমিল্লা সংবাদদাতা।।
করোনাভাইরাস সংকটে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শ্রমজীবী মানুষরা বেশি বেকায়দায় পড়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে এলাকার গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট থানার অফিসার ও কনস্টেবলদের বেতনের টাকা হতে উপজেলার প্রায় ৫০ গরিব ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এই খাদ্যসামগ্রী বিতরণ আগামী ৪ এপ্রিল পযন্ত চলবে।
মুলত করোনাভাইরাসের এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে পড়া মানুষ যাতে খাবার নিয়ে কোনো সংকটে না পড়েন সেজন্য এখন থেকে প্রতিদিন ৫০ পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু ও চিড়া বিতরণের করা হয়। যা প্রতিটি পরিবারের দু'দিনের খাদ্য সামগ্রী দেয়া হয়।
এছাড়া উপজেলার কোন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাউকে জনগণের এই দুঃসময়ে তাদের পাশে থাকতে দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.