 
        
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের সামনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকের পর আসামিকে সিলেট পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
তবে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, গ্রেপ্তার যুবক ধর্ষণ মামলার প্রাধান আসামি সাইফুর রহমান।
তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছিল। রবিবার ভোরে পুলিশের বিশেষ শাখার একটি দল ছাতক থেকে সাইফুরকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকায় স্বামীকে আটকে রেখে এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে শনিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
এদিকে সাইফুর রহমান নামের যে ছাত্রলীগ কর্মীর কক্ষের সামনে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ওই কক্ষ থেকে একটি রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

 
         
         
        