বগুড়া সংবাদদাতা।।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন আ'লীগ নেতা জিহাদ সদ্দারের উদ্দ্যােগে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে।
সোমবার অত্র ইউনিয়নের মহাব্বত নন্দীপুর, মুখুুরজান, দুগাছিয়া, মিরাপুর, কূপা, দাড়িদহ, বাহাগুলপুর, নেয়ামতপুর, ময়দানহাট্টা, চন্দ্রহাট্টা, হাটগাড়ী, পলাশী, উত্তর কৃষ্টপুর, মোস্তফাপুর, সোবহানপুর, বাকসন, গাংনইসহ ২৯টি গ্রামে জিহাদ সদ্দারে নেতৃত্বে এ স্প্রে প্রয়োগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাউল আলম মেজবা, সাধারণ সম্পাদক আপেল আহম্মেদ মেহেদুল, থানা যুবলীগ নেতা নেতা মাহবুব মোরশেদ হীরা। এসময় আরও উপস্থিত ছিলেন মন্টু, আলমগীর, মিস্টার, আবুবক্কর, আজাদুর, আসালত, এনামুল, আব্দুস সামাদ তোতা সুজন প্রমূখ। স্প্রে প্রয়োগের বিষয়টি সারা ইউনিয়নের জনসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব পরেছে। এ উদ্দ্যােগকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.