মাসুদের ফেইসবুক স্ট্রার্টাস তুলে ধরা হলো-
গত দুইদিন যাবৎ আমি ও জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার মাদারীপুর পৌরসভার ০৮নং ওয়ার্ডের পৌর-পেয়ারপুর এলাকায় প্রায় ২৫০টি পরিবারের দরজায় গিয়ে নোভেল-কোরানা ভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষে জনগনের মাঝে লিফলেট,মাস্ক, সাবান বিতরন করার ক্ষুদ্র চেষ্টা করেছি। আমাদের এই ভাল কাজগুলো যার দ্বারা অনুপ্রাণিত হয়ে করি আমাদের সবার প্রিয় মাদারীপুর পৈারবাসীর অহংকার জনাব,হাফিজুর রহমান যাচ্চু খান(যাচ্চু নানা)।আমাদের ক্ষুদ্র চেষ্টার সাথে সহযোগীতা করে একাত্মা প্রকাশ করেছেন তরুন সমাজ সেবক আলহাজ্ব খলিলুর রহমানের(বড় খলিল)বড় ছেলে সবুজ বেপারী। বিশেষ করে যাদের কথা না বললে অকৃতজ্ঞ হবো এবং যারা সার্বক্ষণিক সাথে ছিলেন বন্ধু সোহেল আকন,সালাউদ্দিন মীর,জামান নানা,নারী নেত্রী মাধবী মালো,সাদ্দাম বেপারী।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.