মাদারীপুর ফোর লেন সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় নিহাত চৌকিদার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর–শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সামনের সড়কের।
নিহত নিহাত ঘটমাঝি ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার সাজু চোকিদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাল গবেষণা কেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ি আসার সময় দ্রুতগামী লোকাল পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়।
এ সময় ঘটনার সাথে জড়িতদের বিচার ও সড়কে স্পিডব্রেকার দেয়ার জন্য এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখে। এরপর পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.