করোনাভাইরাস মহামারিতে ইউরোপ যেন মৃত্যুপুরী! এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজারও ৭৯৭ এ দাঁড়িয়েছে
শনিবার (২৮ মার্চ) রাতে টেলিভিশনে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের দু’ সপ্তাহের জন্য বাসায় অবস্থান করতে হবে। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।
আগামী ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন তারা।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ছয় লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে ৩১ হাজার।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.