এবার আর কোনো গুঞ্জন নয়। নিজ মুখেই জানালেন করোনায় আক্রান্ত হওয়ার খবর। একা নন, পাওলো দিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও এখন করোনায় আক্রান্ত।
ইনস্টাগ্রামে খবরটা দিয়েছেন দিবালা নিজেই, ‘হাই, সবাইকে জানাতে চাই যে মাত্রই কোভিড-১৯ পরীক্ষার ফল হাতে পেয়েছি। আমি ও ওরিয়ানা দুজনই পজিটিভ। সৌভাগ্যবশত, আমরা দুজনই শারীরিকভাবে একেবারে ঠিকঠাক আছি। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।’
এ নিয়ে জুভেন্টাসের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ডিফেন্ডার দানিয়েলে রুগানিকে দিয়ে শুরু, এরপর আক্রান্ত হয়েছিলেন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। তবে দলের খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার মধ্যেই জুভেন্টাস কেন গঞ্জালো হিগুয়েইন, মিরালেম পিয়ানিচ, সামি খেদিরা ও ডগলাস কস্তাকে ইতালি ছাড়ার অনুমতি দিয়েছে, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যে কস্তাকে নিজ দেশ ব্রাজিলে যাওয়ার অনুমতি জুভেন্টাস দিয়েছে আজই।
দিবালার করোনায় আক্রান্ত হওয়ার খবরটা অবশ্য বিবৃতিতে জানিয়েছে জুভেন্টাসও, ‘পাওলো দিবালা মেডিক্যাল টেস্ট করিয়েছেন, যেটাতে তার শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে। ১১ মার্চ বুধবার থেকেই তিনি বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন। স্বাভাবিক নিয়ম মেনেই তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। তিনি সুস্থ আছেন, কোনো লক্ষণও দেখা যাচ্ছে না তার শরীরে।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.