মাদারীপুর প্রতিনিধি।।
ঝুপি দিয়ে কুপিয়ে মাছ মারতে গিয়ে রক্তাক্ত লাশ হলেন আইয়ুব আলী(৫৫)। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়া এলাকায় নিজ বাড়ীর পিছনে পেয়ারপুর এলাকায় জমিতে পানি জমা হওয়ায় প্রতিদিনের মত সোমবার রাতে মাছ মারতে গিয়ে লাশ হলেন মৃত জবেদ আলী বেপারীর ছেলে আইয়ুব আলী বেপারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আইয়ুব আলি ঝুপি নিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশে ধানের জমিতে যায়। এরপর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে জলাশয়ে তার লাশ পায়। সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )কামরুল ইসলাম মিয়া বলেন, আমাদের কাছে মৃত আইয়ুব আলী পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী অপমৃত্যুর মামলা করেছে। তাছাড়া ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে’’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.