র্যাব-১০ এর পৃথক অভিযানে ডিএমপি ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥
উল্লেখ্য যে, গত ২৫ আগষ্ট ২০২০খ্রিঃ তারিখ আনুমনিক ২৩.৪৫ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা ডিএমপি কাফরুল থানাধীন ৪৫৯, সেনপাড়া, মীরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯০ (চারশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ সোহেল খান (৩৮), পিতা-মৃত শহীদ খান, সাং-মোহাম্মদপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ২। রাজীব মিত্র (৩৮), পিতা-মৃত রবীন্দ্রনাথ মিত্র, সাং-ষোল পিটিআই স্কুল রোড, ষষ্টীতলাপাড়া, থানা-যশোর সদর, জেলা-যশোর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০/- টাকা জব্দ করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.