র্যাব-১০ এর অভিযান যাত্রাবাড়ী এলাকা থেকে ১ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার।
গত ১৯ আগষ্ট ২০২০ইং তারিখ ১৭৫৫ ঘটিকায় সিপিএসসি, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপপরিচালক আলী রেজা রাব্বি ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন নবুর বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ জসিম @কালু (৩৫), পিতা- চান মিয়া, থানা-বানছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ সময় তাঁর নিকট হতে ১টি কাঠের বাট যুক্ত ধারালো ছোরা, ০১ টি ব্লেড এবং ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.