বিশেষ প্রতিনিধি।।
মাদারীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অলোচনা সভা ও মাহফিলের আয়োজন হয়েছে। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এই অনুষ্ঠানের অয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত গ্রেফতার করে সরকারের কাছে বিচারের দাবী জানান। পরে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদারসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.