শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় ০৯-১৯ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) রাবেয়া খাতুন, মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম, ডাক্তার এম.এ এইচ শামীম। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.