স্টাফ রিপোর্টার।।
র্যাব-১০ এর অভিযান: ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদি সহ ০২জন গ্রেফতার
গত ০৮ আগষ্ট ২০২০ইং তারিখ ২২.৩০ হতে ২৩.৩০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১, র্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী ০২ জনকে আটক করেন। আটককৃতরা হলো ১। আলমগীর হোসেন টুটুল (৪০), পিতা- আব্দুল জলিল মুন্সি, সাং- চরমনোহরদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর, ২। আবুল কাশেম (৪০), পিতা- মৃত আব্দুল মালেক শেখ, সাং- তেলিনাঙ্গা, থানা- নরাগতি, জেলা- নড়াইল বলে জানা যায় । এসময় তার নিকট থেকে ০২ টি মনিটর, ০৩ টি প্রিন্টার, ০২ টি সিপিইউ, ০১ টি স্ক্যানার, ২২ টি ভূয়া সার্টিফিকেট, ০১ টি মোবাইল ও নগদ ১,১০০/- (এক হাজার একশত) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.