দেশে চীনের একটি কোম্পানির করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালাতে সরকারের কাছে আবেদন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।
চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড কোম্পানির তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন সাতটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর ট্রায়াল চালানো হবে।
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান মঙ্গলবার সাংবাদিকদের জানান, ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানোর আইসিডিডিআর’বির আবেদন শিগগিরই মূল্যায়ন করা হবে।
এর আগে গত ২০ জুলাই দেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের নৈতিক অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।
সিনোভ্যাক জানুয়ারিতে করোনাভ্যাক নামের এই কভিড-১৯ প্রতিরোধী এই ভ্যাকসিন আবিষ্কার করে। অনুমোদন পাওয়ার পর এপ্রিলে প্রথম এবং দ্বিতীয় ধাপের ট্রায়াল চালানো হয়। ব্রাজিল এবং আমিরাতে তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে।
ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ বেশি চ্যালেঞ্জিং। এখানে ভ্যাকসিনটি কতটুকু কার্যকর এবং শরীরের জন্য নিরাপদ তা নিশ্চিত করা হয়। এছাড়া অধিক সংখ্যক মানুষের ওপর এ পরীক্ষা চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.