লাইভনিউজ ডেস্ক:
শিবচরে করোনা ভাইরাসের লকডাউনের ৮ম দিনের মাথায় খাদ্য সহায়তা পেয়েছে ৬০০ জেলে পরিবার। শিবচর রাধাগোবিন্দ মন্দির মাঠে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি, ওষুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, গত ২০ মার্চ শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে প্রায় ৭০ হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। তাদের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। এদিকে লকডাউন ঘোষণার পর শিবচর উপজেলার হাটবাজারে কমে গেছে লোকজনের সমাগম। পরিস্থিতি মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোষ্ট। এছাড়া রাস্তাঘাট পরিষ্কার রাখতে জীবানুনাশক ছিটানো হচ্ছে প্রতিনিয়ত।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.