কুমিল্লায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে মোরশেদ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার কুমিল্লার চান্দিনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা বাজার এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টসহ ভুয়া সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সিলমোহর তৈরি করার অভিযোগে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। সে দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি স্ক্যানার, একটি ইন্টারনেট মডেম, একটি পেনড্রাইভ, তিনটি মোবাইল, দুটি ভুয়া করোনা সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, মোরশেদ করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রদানের নামে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। করোনাভাইরাসের প্রতিটি সার্টিফিকেট তৈরির জন্য সে লোকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এছাড়াও সে সব ধরনের ভুয়া সার্টিফিকেট (যেমন এসএসসি/দাখিল, এইচএসসি, অনার্স, মাস্টার্স), টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র ও জাল সিলমোহর তৈরি করে প্রতারণার মাধ্যমেও অর্থ হাতিয়ে নেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.