স্টাফ রিপোর্টার।।
র্যাব-১০ এর পৃথক দুটি অভিযানে ডিএমপি ঢাকার সুত্রাপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে ও সকালে ২০৫৪৭ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ জুলাই মঙ্গলবার সকালে সিপিএসসি, র্যাব-১০ এর কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইদ্রিস (৩০), পিতা- মৃত রফিক, সাং- জামতলী রোহিঙ্গা ক্যাম্প, টেংখালী; থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার নামের ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁদপুর জেলা হতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে লঞ্চ যোগে ঢাকায় আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭৭২ পিস ইয়াবাসহ ইদ্রিসকে গ্রেফতার করে। এসময় ০২ টি মোবাইল ও নগদ ৫৮০/- টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই তারিখ ০০.১৫ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জি এম বোরহান উদ্দিন (৪৮), পিতা- মৃত জি এম মান্নান, সাং- ফাতেয়াবাদ, থানা- হাজারীবাগ, জেলা- চট্টগ্রাম নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি টলিব্যগ, ০২টি মোবাইল ও নগদ ৩২০০/- টাকা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.