বিশেষ সংবাদদাতা।।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে টঙ্গীতে জীবাণুনাশক ছিটাচ্ছে জিএমপি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে ওয়াটার ক্যানন দিয়ে গাজীপুর মহানগর এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জীবানুণাশক ঔষধ ছিটানো হচ্ছে। আজ থেকে গাজীপুর নগরবাসীর করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন জিএমপির ১টি ওয়াটার ক্যানন দিয়ে টঙ্গী, হোসেন মাকের্ট, গাজীপুরা, বোর্ড বাজার, গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, কাশিমপুর, শিববাড়ি ও পূবাইলের বিভিন্ন স্থানে প্রথম পালা এবং দ্বিতীয় পালা করে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কাজ করছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম (বার) জানান, আজ বুধবার থেকে প্রতিদিন দু‘বার করে ওয়াটার ক্যানন দিয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.